
একদিকে শ্রীলঙ্কায় বাংলাদেশ জাতীয় দল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামছে, আরেকদিকে রয়েছে গ্লোবাল সুপার লিগে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের ম্যাচ। সেখানে আবার তাদের প্রতিপক্ষ সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালস। অর্থাৎ, প্রায় একই সময়ে দু’দিকেই চোখ রাখতে হচ্ছে টাইগার ক্রিকেটভক্তদের।
গ্লোবাল সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এখন পর্যন্ত অপরাজিত। অনুষ্ঠিত দুটি ম্যাচেই তারা জয় পেয়েছে। অবশিষ্ট দুই ম্যাচের মধ্যে একটিতে জিতলেও নুরুল হাসান সোহানের দলটি ফাইনালে উঠে যাবে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে রংপুরের অবস্থান দ্বিতীয়। ৩ ম্যাচে সমান ৪ পয়েন্ট পেলেও শীর্ষে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, নেট রানরেটে এগিয়ে আছে ইমরান তাহিরের দলটি।
সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি : বিসিবি সভাপতি
বিগব্যাশ চ্যাম্পিয়নদের বিপক্ষে ১ রানের অবিশ্বাস্য জয় রংপুরের
অন্যদিকে, দুবাই ক্যাপিটালস আবার বেশ ভালো সমর্থন পাচ্ছে শুধুমাত্র সাকিব আল হাসানের কারণে। জাতীয় দলে না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি এখন প্রায় নিয়মিত। দুবাইয়ের হয়ে প্রথম ম্যাচে ব্যাটে বলে ভালো পারফরম্যান্স করে দলকে জিতিয়েছেনও। পরের দুই ম্যাচে সাকিবের পাশাপাশি তার দলও ব্যর্থ। সেন্ট্রাল ডিসট্রিক্টস ও হোবার্ট হারিকেন্সের কাছে দুবাই এখন নামেমাত্র টুর্নামেন্টে টিকে আছে। তবে সাকিবের সাবেক ক্লাব হিসেবে রংপুরের বিপক্ষে আজকের ম্যাচটি নিয়ে বেশ আগ্রহ আছে দেশের ক্রিকেটভক্তদের।