পাঁচ দলের ঝুলিতে সমান আট পয়েন্ট, আইপিএলে চলছে জমাট লড়াই
লো-স্কোরিং ম্যাচ। ঠিক এতটাই লো-স্কোরিং, পাঞ্জাব কিংসকে জিততে হয়েছে আইপিএল ইতিহাসে সর্বনিম্ন পুঁজির রান নিয়ে। ১১২ রানের টার্গেট মুল্লানপুরে পার করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। গেল আসরের চ্যাম্পিয়নরা এবারে নেই…