রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনে প্রতীক প্রসঙ্গে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আমাদের এনসিপির প্রতীক হিসেবে ‘শাপলা’ ছাড়া কোনো অপশন নাই। প্রতীক শাপলা না পেলে আইনি এবং রাজনৈতিকভাবে লড়াই করা হবে বলে জানান তিনি।
গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। ইসির সিদ্ধান্তে সমালোচনা করে এনসিপি। ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। শাপলা নিয়ে এই কাড়াকাড়ির মধ্যেই প্রতীকটি তফসিল অন্তর্ভুক্তই করেননি ইসি।






