ভারতে সকল বোয়িং বিমানের জ্বালানি সুইচ পরীক্ষা করার নির্দেশ

ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) দেশের সব এয়ারলাইন্সকে বোয়িং বিমানের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।

গত জুনে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট দুর্ঘটনায় ২৬০ জন নিহত হওয়ার ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সোমবার ভারতের এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, দেশীয় ও আন্তর্জাতিক কিছু এয়ারলাইন্স ইতোমধ্যেই নিজ উদ্যোগে এই পরীক্ষা শুরু করেছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বোয়িং বিমানের জ্বালানি সুইচগুলো নিরাপদ। তবে ভারতের সাম্প্রতিক দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদনে দেখা যায়, উড্ডয়নের ঠিক পরপরই বিমানের ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।
লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ এই ঘটনাটি ঘটে। এটি একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং এটি ছিল গত এক দশকে বৈশ্বিকভাবে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর একটি।
ভারতের ডিজিসিএ জানিয়েছে, ২১ জুলাইয়ের মধ্যে সব বোয়িং বিমানে জ্বালানি সুইচ পরীক্ষা শেষ করতে হবে। তারা বলেছে, “নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ শেষ করাটা অত্যন্ত জরুরি, যাতে বিমানের উড্ডয়ন নিরাপদ থাকে।”
এই নির্দেশনা যুক্তরাষ্ট্রের ২০১৮ সালের এফএএ অ্যাডভাইজরি অনুসরণ করে দেওয়া হয়েছে। তখন এফএএ বলেছিল, বোয়িং অপারেটরদের জ্বালানি সুইচের লকিং সিস্টেম পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যেন তা ভুলবশত নাড়ানো না যায়। যদিও সেটি বাধ্যতামূলক ছিল না।
এয়ার ইন্ডিয়া ওই পরীক্ষা করেনি কারণ তা বাধ্যতামূলক ছিল না বলে জানিয়েছে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। এখন ডিজিসিএ সেই পরীক্ষা বাধ্যতামূলক করেছে এবং প্রত্যেক এয়ারলাইন্সকে রিপোর্ট জমা দিতে বলেছে।

এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারীরা
ভারতে বিমান বিধ্বস্ত হওয়ার ঠিক আগে ‘রহস্যময়’ প্রশ্ন পাইলটের, বাড়ল রহস্যও
এয়ার ইন্ডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ভারতের নিয়ন্ত্রক সংস্থার

একইসঙ্গে, ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন (আইসিপিএ) বলেছে, ফ্লাইটের পাইলটরা তাদের প্রশিক্ষণ অনুযায়ী যথাযথ দায়িত্ব পালন করেছেন এবং অনুমানভিত্তিক অভিযোগে তাদের দোষারোপ করা অনুচিত।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১-এর ককপিট ভয়েস রেকর্ডিংয়ে একজন পাইলটকে বলতে শোনা যায়, “তুমি কেন সুইচ বন্ধ করে দিলে?”— উত্তরে অন্যজন বলেন, “আমি করিনি”।
প্রতিবেদনটি স্পষ্ট করে বলেছে, এর উদ্দেশ্য দোষী নির্ধারণ করা নয়, বরং ঘটনার কারণ অনুসন্ধান। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ কোরিয়াও শিগগিরই তাদের বোয়িং পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোকে একই রকম জ্বালানি সুইচ পরীক্ষা করার নির্দেশ দিতে যাচ্ছে।

Related Posts

মেক্সিকান টমেটোতে ১৭ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
  • July 16, 2025

যুক্তরাষ্ট্র তাদের বাজারে আমদানি হওয়া মেক্সিকান টমেটোর ওপর ১৭ শতাংশ হারে শুল্ক আরোপ করেছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। এদিকে এই শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে টমেটোভিত্তিক পণ্যের দাম…

Continue reading
মাংসাশী পোকার বংশ ধ্বংসে কয়েক কোটি ‘মাছি সৈন্য’ নামাচ্ছে আমেরিকা
  • July 14, 2025

মাংসাশী পোকার আক্রমণে প্রাণ যাচ্ছে গৃহপালিত থেকে বনের প্রাণীর। শুধু তাই নয়, বিষাক্ত পোকার অত্যাচারে আতঙ্কিত সাধারণ মানুষও। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে আমেরিকার ভরসা ‘প্রশিক্ষিত’ মাছি। এ বার ওই পতঙ্গবাহিনীকে…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিকাশ, নেবে অফিসার

  • July 16, 2025
  • 1 views
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিকাশ, নেবে অফিসার

অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

  • July 16, 2025
  • 2 views
অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

অডিটের আওতায় সাড়ে ১৫ হাজার করদাতা

  • July 16, 2025
  • 2 views
অডিটের আওতায় সাড়ে ১৫ হাজার করদাতা

স্ত্রী-নবজাতককে হাসপাতালে দেখতে গিয়ে মারধরের শিকার ছাত্রলীগ নেতা

  • July 16, 2025
  • 0 views
স্ত্রী-নবজাতককে হাসপাতালে দেখতে গিয়ে মারধরের শিকার ছাত্রলীগ নেতা

রাতে রংপুরের বিপক্ষে মাঠে নামছে সাকিবের দল

  • July 16, 2025
  • 1 views
রাতে রংপুরের বিপক্ষে মাঠে নামছে সাকিবের দল

মির্জা ফখরুলকে কড়া জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

  • July 16, 2025
  • 0 views