
গাজীপুরের কালিয়াকৈরে একটি মালবাহী ট্রাক রেলক্রসিং পার হওয়ার সময় বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। তবে ট্রাকটি উদ্ধারে এরই মধ্যে কাজ করছে উদ্ধারকারী দল।
স্থানীয় লোকজন জানান, মালবাহী ট্রাকটি কালিয়াকৈর থেকে ধামরাইয়ের দিকে যাবার পথে রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ পেছনের চাকা মাটিতে দেবে বিকল হয়ে পড়ে। এ সময় সেখানকার রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা সিগন্যাল ম্যান বিষয়টি কর্তৃপক্ষকে জানান। যার ফলে ওই সময় ঢাকামুখী সিরাজগঞ্জ কমিউটারসহ উত্তরাঞ্চলমুখী একাধিক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।