
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ড সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। এমন আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছিল রাজধানীর দারুসসালাম এলাকায়। তবে বাংলাদেশ সেনাবাহিনীর দারুসসালাম সেনা ক্যাম্পের একটি টহল টিমের তৎপরতায় সেটি ঘটেনি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় সেনাবাহিনীর দারুসসালাম সেনা ক্যাম্পের একটি টহল দল তাদের দায়িত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনার সময় টোলারবাগ পানির ট্যাংকের সামনে মূল সড়কের ওপর তিনজন দুষ্কৃতকারী মিলে একজন ব্যক্তিকে বেধড়ক মারধর করতে দেখে। এ অবস্থায় সেনাবাহিনীর টহল দলের তাৎক্ষণিক হস্তক্ষেপে দুষ্কৃতকারীদের মধ্যে মো. আশিক (২২) নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তবে বাকি দুইজন পালিয়ে যায়।
গুমের ঘটনায় সেনা সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে ব্যবস্থা
দেশব্যাপী সেনা অভিযানে সাত দিনে গ্রেপ্তার ৩৮৫
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর টহল দলের সময়োচিত আগমনের কারণে একটি ভয়াবহ হত্যার ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পরে আটক দুষ্কৃতিকারীকে আইনি কার্যক্রমের জন্য তাৎক্ষণিকভাবে দারুসসালাম থানায় পুলিশ প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।