
কুষ্টিয়ায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে নিখোঁজ হওয়া রফিকুল ইসলাম নামের ইজিবাইক চালকের ঝুলন্ত লাশ আজ (শুক্রবার) সকালে উদ্ধার করেছে পুলিশ।
রফিকুল ইসলাম (৪৫) কুষ্টিয়া পৌরসভার মোল্লাতেঘরিয়া গ্রামের আদর্শপাড়া এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে। তার দুই ছেলে সন্তান রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের পর পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের ছোট ভাই আতিয়ার রহমান বলেন, ইজিবাইক ছিনতাইয়ের জন্য পরিকল্পিতভাবে আমার ভাইকে নেশা জাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ছিনতাইকারীদের চক্রই এই ঘটনার সাথে জড়িত। এই ঘটনায় যারা জড়িত তাদের ফাঁসি চাই।
নিহত রফিকুলের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর অন্যান্য দিনের মতো বাড়ি ফেরেনি। গভীর রাত হয়ে গেলেও ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। ভোরে আবার খুঁজতে বের হন তারা। পরে শুক্রবার সকালে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনাই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা৷
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতনদের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।